গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আরো ইসলামিক বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

এম. হান্নান গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলায় হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী আলোচনা, কুরআন তেলায়াত, উন্নত মানের খাবার পরিবেশন ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলার প্রতিটি মসজিদ ও মাদরাসায় বিশ্ব নবীর সম্মানে দোয়া করা হয়।

এ উপলক্ষে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে দুপুর ২টায় যোহর নামাজের পর হযরত মুহাম্মদ (সা.) এর আবির্ভাব, জন্ম এবং বিশ্ব কল্যাণে তার অবদান সম্পর্কে আলোচনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা দলিল উদ্দিন।

প্রায় দেড় হাজার বছর আগে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহ ও মা আমেনার ঘরে ১২ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা চেয়ারম্যান শাহিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান বাবুল ভূইয়া, আলমগীর হোসেন, কাওসার আহম্মেদ তালুকদার ও মুসুল্লীরা।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও বিশ্ব মুসলিমের জন্য এক বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। দোয়া শেষে মিষ্টান্ন বিতরণ করা হয়। পরে এসএম শাহজাদা (এমপি) ও উপজেলা চেয়ারম্যান শাহিন গলাচিপা মডেল মসজিদের চলমান কাজ পরিদর্শন করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.