খাদ্যের নিশ্চয়তা না থাকলে লকডাউন কার্যকর হবে না: ন্যাপ

অর্থনীতি পরিবেশ রাজনীতি সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ নিম্নবিত্ত মানুষদের ঘরবন্দি করার আগে দরকার খাদ্যের নিশ্চয়তা দরকার।সোমবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, করোনার প্রথম বছরের ক্ষয়ক্ষতি এখনও সাধারণ মানুষ সামলে উঠতে পারেনি। এর মধ্যে দ্বিতীয় ঢেউ সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে। সামনের দিনগুলো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে তারা। নিম্নবিত্ত মানুষের জন্য এ সময়টায় চলা খুব কঠিন হয়ে পড়বে। সরকারের পক্ষেও কিন্তু সবার জন্য খাদ্যের যোগান দেওয়ার কোনো ব্যবস্থা হয়েছে বলে কারো জানা নেই। তবে, লকডাউন কার্যকর করতে হলে খেটে খাওয়া দিনমজুর, বাসের হেলপার, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের সহায়তা দিতে হবে।
সূত্রঃ বাংলানিউজ২৪


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.