খাদ্যবান্ধব ডিলার কামরুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

ওমর ফারুক :
লাকসামের বাকই দঃ ইউনিয়নের ১.২ও ৪ নং ওয়ার্ডের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার কামরুল ইসলামের বিরুদ্ধে সুবিধা ভোগীদের চাউল না দেয়া,চাউলের কার্ড নিয়ে নেয়া এবং জন প্রতি ৫ থেকে ৬ কেজি চাউল কম দেয়ার গুরুতর অভিযোগ করেছে ভুক্তভোগীরা, গত ১৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য কর্মকর্তা কার্য্যালয়ে ভুক্তভোগী নারী পুরুষ সশরীরে এসে লিখত এই অভিযোগ দেয়,সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান বৃদ্ধি জন্য খাদ্য বান্ধব কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু অসহায় মানুষের বেঁচে থাকার এই খাদ্য থাবা দিয়ে কেড়ে নিচ্ছে এই অসাধু ডিলার,মানুষ মানুষের জন্য এই বাণী যেন নিবৃত্তে কাঁদছে এখানে, অভিযোগ সূত্রে জানা যায় ডিলার কামরুল ইসলাম তিনটি ওয়ার্ডে ২৬৩ জন সুবিধাভোগীকে চাউল দেয়ার কথা থাকলেও ৬৩ জনকে চাউল না দিয়ে নকল টিপ সই ও জাল স্বাক্ষর দিয়ে চাউল অন্যত্র সরিয়ে ফেলছে,এবং জন প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল দেয়ার পরিবর্তে কাউকে ২৪ বা ২৫ কেজি দিয়েছে, কেউ প্রতিবাদ করলে সরকার চাউল কম দিয়েছে বলে জানান, এবং মিটার বা পাল্লা দিয়ে চাউল না মেপে বালতি দিয়ে যেনতেন বাবে চাউল দিয়ে সে সটকে পড়ে,এই বিষয়ে টেগ অফিসার খোরশেদ আলম বলেন, আমি তার অনিয়মের অভিযোগ শুনে তাকে নির্দেশ দিয়েছি যারা চাউল পায় নাই তাদেরকে সঠিক বাবে চাউল দেয়ার জন্য, আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবো এবং আইন অনুযায়ী ব্যাবস্হা নিবো,এই বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা আবু মুছা বলেন,আমি অভিযোগ পেয়েছি নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো,এই বিষয়ে জানতে নির্বাহী অফিসার মো:আবদুল হাই সিদ্দিকীর মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি,ভুক্তভোগীরা মিলন মিয়া বলেন, আমার কাছ থেকে ৩০ কেজির চাউলের টাকা নিয়ে ২৪ কেজি চাউল দিয়েছে এবং আমার কার্ড ও নিয়ে গেছে, গাজীপুরের দেলোয়ার বলেন ৩০ কেজির টাকা নিয়ে আমাকে ২৫ কেজি চাউল দিয়েছে এবং কার্ডটি ও নিয়ে গেছে


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *