কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে বিট পুলিশিং-এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

আইন-অপরাধ আরো খুলনা সারাদেশ
শেয়ার করুন...

কেশবপুর সংবাদদাতাঃ
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের হলরুমে বিট পুলিশিং কার্যক্রমের উপর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হব জনতার” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মসলেম উদ্দীন সরদারের সভাপতিত্বে এবং বিট পুলিশিং এস,আই হোসেন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান ও এ,এস,আই রবিউল ইসলাম।

বক্তব্য রাখেন, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীড়ের শিক্ষক ও মাগুরখালী বাজার কমিটির সভাপতি মোস্তফা কামাল লিটন, মঙ্গলকোট বাসষ্ট্যান্ড বাজার কমিটির সাবেক আব্দুল জলিল সরদার, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, কাজী ও বড়েঙ্গা এন,এস,এইচ দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম, মঙ্গলকোট বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও মৎস্য ঘের মালিক ইলিয়াছ হোসেন, ইউপি সদস্য মমতাজ খাতুন, আমেনা বেগম, নাসরিন পারভীন, জহির রায়হান, আঃ বারী শেখ, কামরুল ইসলাম, মোসলেম উদ্দীন গোলদার, মুত্তাহিরুল হক, মো: মনিরুজ্জামান, মেহেদী হাসান, আব্দুল গফুর। অনুষ্ঠানে গ্রাম পুলিশগণসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.