কুরবানির ঈদ উপলক্ষে বগুড়া শেরপুরে মাংস কাটার কাঠের গুঁড়ির কদর বেড়েছে

আরো ইসলামিক রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহার আর বাকি একদিন। মানুষ এখন কোরবানির পশু বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন প্রায়। তবে দিন যতই ঘনিয়ে আসছে ততই কোরবানির অনুষঙ্গের চাহিদা বাড়ছে। তাই দা, ছুরির পাশাপাশি মাংস কাটার কাঠের গুঁড়ির (খাইট্টা) চাহিদা বেড়েছে। এদিকে কোরবানির ঈদকে ঘিরে বগুড়া জেলার শেরপুরসহ বিভিন্ন স্থানে কোরবানির অনুষঙ্গের বেচাকেনা বেড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিশেষ করে কাঠের গুঁড়ির চাহিদা তুঙ্গে উঠেছে শেরপুর শহরের অদুরে দুবলাগাড়ীতে এখানে ভ্যান ভর্তি কাঠের গুড়ি এনে বিক্রি করছে সকাল থেকে রাত পর্যন্ত । সাধারণত তেঁতুল কাঠ দিয়ে খাইট্টা তৈরি করা হয় যাতে মাংস কাটার সময় মাংসে কাঠের গুঁড়া না লাগে। কিছু কাঠ ব্যবসায়ী এ সময়ে এসব সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকেন। বাজারে বিভিন্ন সাইজের খাইট্টা পাওয়া যায়। প্রকারভেদে ৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের গুঁড়ির দাম প্রায় ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। চাহিদা বেশি থাকায় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মৌসুমী ব্যবসায়ীরা দেশীয় তৈরি বিভিন্ন ধরনের দা, ছুরি, বটি, চাকু, চাপাতি, টাকশাল, কাঠের গুড়ি ইত্যাদি বিক্রি করছেন। ক্রেতারা দর দাম করে তাদের পছন্দমত কাঠের গুড়ি কিনছেন। সবমিলিয়ে কুরবানির ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে সবার মাঝেই যা একটু লক্ষ্য করলেই বোঝা যায়।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.