কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মধ্যে মাঠ নেই ৩; প্রচারনায় আছেন নৌকা-চেয়ার; কর্মী শূণ্য নাঙ্গল

আরো করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনায় নেই ৩ প্রার্থী৷ নাঙ্গল আছে কর্মী শূণ্য, প্রচারনায় রয়েছে নৌকা ও চেয়ার৷
বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম যিনি ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেছেন সারা বাংলাদেশে। সেই তাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৫ম বারের মত নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষে নির্বাচনী মাঠ কাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার মাধ্যনমে।
এইদিকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার মার্কা নিয়ে প্রতিদ্ধন্দিতা করার জন্য নির্বাচনী প্রচারণার পাল্লা দিয়ে তিনিও উঠান বৈঠক সহ গণসংযোগ করে যাচ্ছেন প্রতিদিনই। আশাবাদী নির্বাচনে জয়ী হয়ে স্বাধীনতার স্বপক্ষে কোরআন সুন্নার আলোকে সংসদে কথা বলার।
অপরদিকে জাতীয় পার্টি থেকে মনোনীত নাঙ্গল মার্কা নির্বাচন করছেন প্রফেসর গোলাম মোস্তফা। মাঝে মধ্যে গণসংযোগে বাহির হলেও প্রচারণায় তাকে দেখা যায়না। পাশে নেই তেমন নেতা কর্মীও৷
একেবারেই মাঠে নেই যারা, তারা হলেন মশাল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে মনিরুল আনোয়ার।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে মনোনীত সাংবাদিক নাজমুল হাসান নোঙর মার্কা নিয়ে নির্বাচন করলেও দেখা নাই নির্বাচনী মাঠে।
মোমবাতি ও গামছা মার্কার প্রার্থী থাকলেও কোনধরনের প্রচারণায় দেখা যায়নি তাদেরকে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.