কুমিল্লা দারুস সালাম হাউজিংয়ে বাসার বারান্দায় গ্রীল ভাঙে চুরি ঘটনায় থানায় অভিযোগ

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সাইফুল ইসলাম শিশির,কুমিল্লাঃ
কুমিল্লা দক্ষিণ দৃর্গাপুর ইউনিয়নের দারুস সালাম হাউজিংয়ে গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর পৈরাংকুল প্যালেসের ২য় তলা বাসার গ্রীল ভাঙে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার মালামাল চুরি ঘটনা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।এই পৈরাংকুল প্যালেসের ২য় তলা মৃত নুরুল ইসলামের পরিবার গত ৩ বছর ভাড়াবাসা থাকতেন।এই বাসায় নুরুল ইসলাম মারা যাওয়া পর এই বাসা এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে মৃত নুরুল ইসলামের স্ত্রী কুহিনূর বেগম বসবাস করেন।ছেলে ও মেয়ের শিক্ষার পরিবেশ চিন্তা করে এই বাসাটিতে থাকতেন কুহিনূর বেগম।
চুরি হওয়া ঘটনা বিষয় জানতে চাইলে কুহিনূর বেগম জানান, ১১ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে বারটায় সপরিবারে গ্রাম বাড়িতে যান। পরেরদিন রাত ৮ টায় সময় বাসায় ফিরে আসিয়া দেখিতে পাই,আমার বাসার উত্তর- পশ্চিম পাশের বারান্দায় গ্রীল ভাঙা এবং আমার বাসার দরজা বন্ধ। কিন্তু বাসার আলমারি- ওয়ারড্রবে থাকা প্রায় তিন লাখ টাকা নাই, ট্রিলের আলমারিতে ৩০ হাজার টাকা এবং ওয়ারড্রবের ভিতরে দুটি জায়গায় থাকা নগত ২০ হাজার টাকা নেই, পরবর্তীতে আমি দেখিতে পাই আমার ছেলের পড়াশোনা করার টেবিলের ড্রায়ারে থাকা ছেলের কম্পিউটার হার ডিক্স নেই। আমার বাসার স্বর্ন অলংকারসহ নগত অর্থ এবং চুরি হওয়া মালামালসহ সবমিলিয়ে প্রায় ছয় লক্ষ টাকা।এতে আমার পরিবারের বড় ধরনের ক্ষতি হয়।এব্যাপারে পৈরাংকুল প্যালেস এর বাড়ির মালিক প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান,আমি এসে ঘটনা দেখেছি এবং ভাড়াটিয়া আমাকে অবগত করছেন।আমি চাই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে সঠিক বিচার করবে।
এই বিষয়ে মৃত নুরুল ইসলাম স্ত্রী কুহিনূর বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.