মোঃ আবদুল আউয়াল সরকার,
স্টাফ রিপোর্টার,কুমিল্লা থেকেঃ শুক্রবার (৪ মার্চ ২০২২ খ্রিঃ) সকালে কুমিল্লায় তরুণ সাংবাদিকদের মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কুমিল্লা আইডিয়াল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি সান মেডিকেল সার্ভিসেস, রেইসকোর্স কুমিল্লার সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা আয়োজন করেছে। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধণ করা হয়।
সাংবাদিক সমিতি কুমিল্লার সিনিয়র সহ -সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাস ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধণ করেন সান মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদুল লতিফ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। স্বাগত বক্তব্য রাখেন, দ্বিতীয় পর্বে শুরু হয় প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, বর্তমান আহবায়ক নীতিশ সাহা ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান।
প্রশিক্ষণে প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণটি আগামী ২৫ মার্চ ২০২২ পর্যন্ত চলবে।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান জানান, দেশের গণমাধ্যমে এক ঝাঁক শিক্ষিত,মেধাবী ও সৎ সাংবাদিক সৃষ্টি করার লক্ষ্যেই সাংবাদিক সমিতি কুমিল্লা নতুন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচী হাতে নিয়েছে। সবার সহযোগিতা হাতে থাকলে আশা করি আমরা ভালো কিছু অর্জন করতে পারব।