কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১দশমিক ৯%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ২৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ জানুয়ারী বিকেল থেকে ২৫ জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪০ হাজার ২৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৭০ জন, লাকসাম ৩৬ জন, বুড়িচং ২ জন, চৌদ্দগ্রাম ২ জন, দাউদকান্দি ১১জন, সদর দক্ষিণ ১০ জন, মনোহরগঞ্জ ১০ জন, নাঙ্গলকোট ১ জন, তিতাস ২ জন, আর্দশ সদর ২ জন, বরুড়া ১১ জন, দেবিদ্বার ১৩ জন, মুরাদনগর ৯ জন, চান্দিনা ১২ জন, লালমাই ২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ জন। আজকের সুস্থ কুমিল্লা সিটি ২৩ জন, লাকসাম ১৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ২৮৬ জন।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।