কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ১%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৬ জানুয়ারী বিকেল থেকে ১৭ জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৪৬ জন, লাকসাম ৭ জন, চৌদ্দগ্রাম ১ জন, সদর দক্ষিণ ২ জন, বুড়িচং ২ জন, বরুড়া ১ জন, মেঘনা ১ জন, চান্দিনা ১ জন, লালমাই ১ জন, মনোহরগন্জ ১ জন, আর্দশ সদর ৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। আজকের সুস্থ লাকসাম ১০ জন, কুমিল্লা সিটি ১০ জন।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।