কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত ২৩ মামলার দুই আসামির গ্ৰেফতার

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সাইফুল ইসলাম ফয়সালঃ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরছে পুলিশ। তারই অংশ হিসেবে গত শুক্রবার (৬ মে) দিবাগত রাতে দেশীয় অস্ত্রসহ পৃথক ২৩ মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। নগরীর ঠাকুরপাড়া নোনাবাদ কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সুইসগিয়ার, চাপাতি, ছেনি ও ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর ঠাকুরপাড়া নোনাবাদ কলোনীর কেরামত আলীর ছেলে মো. সেলিম ও নগরীর গোবিন্দপুর এলাকার বাহার মিয়ার ছেলে আজহার উদ্দিন দ্বীপ খান।
কুমিল্লা কোতয়ালী থানায় তদন্ত পরিদর্শক কমল কৃষ্ণধর জানান, অভিযান চালিয়ে দুজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। অস্ত্র, খুন, মাদক ছিনতাইসহ দীপের বিরুদ্ধে অন্তত ১৫ টি এবং সেলিমের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের পরিস্থিতি অশান্ত যাতে না হয় সেকারণে জেলা পুলিশ সকল ওয়ারেন্টভুক্ত ও দাগি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.