কুমিল্লার লাকসামে স্বর্ন ও টাকাসহ আন্তঃজেলা ডাকাত সর্দ্দার মনির গ্রেফতার

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লার লাকসামে স্বর্ন ও টাকাসহ আন্তঃজেলা ডাকাত সর্দ্দার মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ নভেম্বর বুধবার গভির রাতে উপজেলার বাকই দক্ষিণ ইউপির কৈত্রা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সর্দ্দার জেলার মুরাদনগর উপজেলার উড়িশ্বর মোল্লা বাড়ীর মৃত আবুল হাসেম মিয়া প্রকাশ আশু মিয়া প্রকাশ হাসু মিয়ার ছেলে ও সদর দক্ষিণ উপজেলা ও কোতয়ালী মডেল থানার শ্রীনিবাস গ্রামের আঃ খালেকের বাড়ী ও লিপি বেগমের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ সুত্র জানায়, গত ১৩ নভেম্বর রাতে উপজেলার বাকই দক্ষিণ ইউপির কৈত্রা মসজিদ বাড়ির মৃত ছালামতের ছেলে মামলার বাদী আবদুর রব (৫২) তাহার বাড়ির লোকজন রাতের খাওয়া দাওয়া শেষে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমাতে যায়। ওই দিন রাতে বাদী ও বাদীর বসতঘর সংলগ্ন ভাগ্নির বসতঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতরা একটি ভিভো মোবাইল ফোন, একটি স্যামসাং মোবাইল ফোন, দুই জোড়া রূপার নুপুর, নগদ ৫৫,৮০০/-টাকা, নয় ভরি বার আনা ওজনের বিভিন্ন শ্রেনীর স্বর্ণালংকার ডাকাতি করে।
একই দিন সকালে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাতের বিরুদ্ধে এজাহার দায়ের করলে লাকসাম থানার মামলা নং-০৬, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া মামলাটির তদন্তভার গ্রহণ করেন।
কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লাকসাম সার্কেল সোমেন মজুমদারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়াসহ লাকসাম থানার একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের দেয়া তথ্যমতে বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে পনেরটি অস্ত্র ও ডাকাতি মামলার আসামী ডাকাত সর্দ্দার মনির হোসেন (৪৭) কে গ্রেফতার করেন।
তার দেয়া তথ্যমতে কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা হতে জেলার দেবীদ্বার থানার বরকামতা স্বর্ণকার পাড়ার তোতা মিয়ার ছেলে উজ্জ্বল হোসেন প্রকাশ বিল্লাল হোসেন (৪০) কে গ্রেফতার করেন।
ডাকাত সর্দ্দার মনিরের হেফাজত হতে লুন্ঠিত টাকার মধ্যে নগদ ৩০,০০০/-টাকা ও ডাকাতি মালামাল ক্রয়-বিক্রয়কারী অভ্যাসগত অপরাধী আসামী উজ্জ্বল হোসেনের হেফাজত হতে একটি স্বর্ণালংকার পরিমাপক যন্ত্র উদ্ধার করেন। তার দেয়া তথ্য মতে চান্দিনা থানার মধ্য বাজারের নিশিতা জুয়েলার্স নামীয় দোকান হতে লুন্ঠিত স্বর্ণালংকারের ছয় ভরি ৯ রত্তি স্বর্ণ গলানো অবস্থায় উদ্ধার করেন।
গ্রেফতারকৃত ডাকাত সর্দ্দারের বিরুদ্ধে লাকসাম, কোতয়ালী মডেল, সদর দক্ষিণ মডেল থানায় ৬ টি, দেবিদ্বার থানায় ২টি, বুড়িচং থানায় ২টি, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাসহ ১৯টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে ডাকাত মনির একাধিক বাড়ী ও হাইওয়ে সড়কে ডাকাতি করার কথা স্বীকার করে। উক্ত আসামী অদ্য বিজ্ঞ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য যে, উক্ত আসামী মনির হোসেনের বিরুদ্ধে নিম্নবর্ণিত মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *