কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
আজ (১১ অক্টোবর) শুক্রবার, উপমহাদেশের একমাত্র নারী নবাব, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর নামে আমরা বইপ্রেমী সংগঠনের পক্ষ থেকে পাঠাগার উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুন্নেছা চৌধুরানীর বংশধর ও সংগঠনের উপদেষ্টা ফজলে রহমান চৌধুরী আয়াজ৷
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফজলে রহমান চৌধুরী আয়াজ পাঠাগারের সমৃদ্ধির ও উন্নয়নে জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
বইপ্রেমী সংগঠনের সহ-সভাপতি মাহমুদ হাসান নাসিম ও কোষাধক্ষ মোঃ শাহাদাত হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বইপ্রেমী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য জহির রায়হান সাগর৷
এ সময় আরো বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল উদ্দিন, লাকসাম প্রেসক্লাবের আব্বায়ক মনির আহমেদ, লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর আবু বকর, বিএন হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালসহ অন্যান্যরা৷
এসময় উপস্থিত ছিলেন, বইপ্রেমী সংগঠনের সহ-সভাপতি ইসরাত জাহান আরজু, মোঃ লোকমান হোসেন, জাবেদ হোসেন জয়, সাধারণ সম্পাদক আহাম্মেদ রাফি, যুগ্ম-সম্পাদক আফরিন সাহানাজ, সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম তানভীর, কর্মসূচি বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার দোলন, সহ- কর্মসূচী বিষয়ক সম্পাদক স্মৃতি আক্তার. স্কুল কলেজ বিষয়ক সম্পাদক সারিয়া চৌধুরী. ক্রিড়া সম্পাদক জাহিদ হাসান৷
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী পাঠাগার এর প্রতিষ্ঠাতা ও বইপ্রেমী সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।