কুমিল্লার মনোহরগঞ্জে বিডি ক্লিনের কার্যক্রম অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

সংবাদদাতাঃ

গাড়ি আমার বাড়ি আমার, রাখছি পরিষ্কার।
নোংরা করছি দেশের মাটি, দেশটা তবে কার?
এই শহর আমার, এই দেশ আমার,
পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার”

পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ বিডি ক্লিন বাংলাদেশ। আজ থেকেই প্রতিজ্ঞা করুন “একটি ময়লাও যত্রতত্র নয়”। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার সহ সকলকে সচেতন করতেই বিডি ক্লিন তারুণ্য দেশব্যাপী কাজ করছে মাঠ পর্যায়ে। সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে পরিষ্কার করে চলেছে সারাদেশের কোনা থেকে কোনা পর্যন্ত। যার ফলে বিডিক্লিন এর “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” এখন সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬/১০/২০২৩ ইং তারিখ, রোজ শুক্রবার বিডি ক্লিন—কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা টিম “উপজেলা পরিষদ ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে তাদের প্রথম ইভেন্ট দারুণ অনুভূতি নিয়ে সম্পন্ন করে”। কুমিল্লা জেলা সমন্বয়ক জনাব মোঃ মোসলেহ উদ্দিন মোল্লার উপস্থিতিতে ইভেন্টের প্রথমেই রিপোর্টিং পর্ব শেষে পরিচয়ের মাধ্যমে ইভেন্ট শুরু হয়, কুমিল্লা জেলার অতিরিক্ত সমন্বয়ক মনির হোসেন ভাই পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন। উক্ত ইভেন্ট পরিচালনা করেন মারিয়া সুলতানা মিমি। মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম এবং লজিস্টিক এর দায়িত্ব পালন করেছেন সাঈদ রহমান। এছাড়াও উপস্তিত ছিলেন
শাহাদাৎ হোসেন, সাইমুন হাসান, মিজানুর রহমান, নজরুল ইসলাম, জুবায়ের হোসেন, মো. মনির হোসেন, কামরুন নাহার অনন্যা, নাইমা রাহমান, মো. মাসুদ।
সকল সদস্য মিলে উপজেলার চারপাশকে একটি সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে শপথ গ্রহণের মাধ্যমে ইভেন্ট সমাপ্ত করেন

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.