মোঃআবদুল আউয়াল সরকার,সিনিয়র স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,বরুড়া,কুমিল্লা কতৃক আয়োজিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প উদ্ভোধণ হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কামরুল হাসান ও বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। প্রায় ৪০০ কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা দেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নির্ঝর ভৌমিক ও মেডিকেল অফিসার ডা.আফরিন সুলতানা।