কুবি শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) সংলগ্ন ডাচ-বাংলা এটিএম বুথের সামনে গত ১৩ জুন একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে গাড়ি ভাঙচুরের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার দাবীতে লোকপ্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী নূর ঊদ্দীন হোসাইনকে(২৫) সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুন) শিক্ষার্থী নূর উদ্দীন হোসাইনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ।

আইন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের কর্মীরা, বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরাসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে এবং শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি বাস অবরোধ করে মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, একটি টেলিভিশন কয়েক ধাপে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়িয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন আইনি পদক্ষেপ নেয়নি বরং তাদের গাড়ি ভাংচুরের ঘটনায় সন্দেহাতীতভাবে সম্পৃক্ততার অভিযোগ এনে আমাদের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।

আইন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একটি টেলিভিশন যখন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ ছিল। কিন্তু সম্প্রতি তাদের গাড়ি ভাংচুরের ঘটনায় প্রশাসন কোনপ্রকার তদন্ত ছাড়া সন্দেহাতীত ভাবে নূর উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে।

এ সময় বক্তারা আরও বলেন, নূর উদ্দিনের উপর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন জোরালো করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.