কুবি শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

কুমিল্লা চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ অভিযান’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ‘মনের বন্ধু’ প্লাটফর্ম ও ছাত্র পরামর্শক দপ্তরের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

এসময় আসাদুজ্জামান বলেন, দেশে আত্নহত্যার প্রবণতা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্নহত্যা প্রতিরোধ করতে এই কর্মশালা কার্যকর ভূমিকা পালন করবে।

এসময় বিভাগীয় ছাত্র পরামর্শক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ কে কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হয়। ছাত্র পরামর্শক হাবিবুর রহমান জানান, প্রত্যকটি বিভাগে একদিন একদিন করে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে পুরো বিশ্ববিদ্যালয়কে আমরা ১৯ দিনে কভার করে ফেলতে পারব।

কর্মশালায় মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেন ‘মনের বন্ধু’ প্লাটফর্মের সহযোগী সাইকো সোশ্যাল কাউন্সেলর রাজন দাস। এসময় তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ট্রেনিং প্রদান ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ‘মনের বন্ধু’ ২০১৬ সাল থেকে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। প্লাটফর্মটি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, মোবাইল ও ভিডিও কাউন্সিলিং, কর্মশালা, ফেসবুকের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *