কুড়িগ্রামে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দি‌কে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বিষয়‌টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বলেন, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘ‌টে। এ মামলায় ইউপি চেয়ারম‌্যান সোলায়মান আলীকে গ্রেফতার করে দুপু‌রে কু‌ড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.