কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্ত

অর্থনীতি কৃষি চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রাঙ্গামাটি সংবাদদাতাঃ কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। তিনি বলেন, কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে মাছের অভয়াশ্রম ও রাঙ্গামাটির ৪টি চ্যানেল গুলোর ড্রেজিং এর মাধ্যমে পুনরুদ্ধার করা হবে।
১৯ মে শুক্রবার কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এস,এম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হেমায়াৎ হুসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট মংমনসিংহের মহা পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহা পরিচারক খঃ শাহবুবুল হক, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, চট্টগ্রাম মৎস্য উন্নয়ন কর্পোরেশনে মহা ব্যবস্থাপক এমআর কে জাকারিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। পরে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বিএফডিসির নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়। এবছর বিএফডিসি রাঙ্গামাটি ৪৫ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা হ্রদ অবমুক্ত করবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.