কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত রাউজানের কৃতি সন্তান শহীদুল্লাহ্

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ প্রবাস সারাদেশ
শেয়ার করুন...

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম
৮ই ফেব্রুয়ারি বুধবার কাতারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ শহিদুল্লাহ (২৪) নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৩) কাতারের সময় সন্ধ্যা ৬টায় ল্যান্ড ক্রুজারের ধাক্কায় শহীদুল্লাহ্ (২৪)নিহত হন।

কাতার প্রবাসী হাফেজ আবু তাহের জানান, ৮ই ফেব্রুয়ারি বুধবার কাতারের সময় সন্ধ্যা ৬টায়,
কাতারে সেলিয়া নামক এক জায়গায় ল্যান্ড ক্রুজার ধাক্কায় নিহত হয় মোহাম্মদ শহীদুল্লাহ্ (২৪)।
অতঃপর নিহত শহীদুল্লাহর মরদেহ স্থানীয় দোহার হাম্মাদ হাসপাতালের মর্গে রাখা হয়।
নিহত শহীদুল্লাহ্ হলেন, রাউজান ২নং ডাবুয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার মরহুম আলী হোসেনের বাড়ীর মোহাম্মদ হোসাইন (৪১) এর ২য় পুএ।

নিহত শহীদুল্লাহ্ জীবিকা নির্বাহের উদ্দেশ্যে দীর্ঘ ৩ বছর আগে কাতারে পাড়ি জমান। কাতারে যাওয়ার পর এক বারও ফিরে আসেনি নিজের মাতৃভূমিতে।
নিহত শহীদুল্লাহর বন্ধু ফোরকান বলেন কিছু দিন পর পর শহীদুল্লাহর সাথে আমার সঙ্গে কথা হয়, সে বলেছিল সামনের রমযানে আগে আগেই দেশে আসবেন।

শোক সনপ্ত পরিবারের সদস্য দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তার সমস্ত ভুল ক্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *