কাতারে ক’রোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো ফ্যামেলি ভিসার জন্য আবেদন করার সুযোগ। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ মিতরাশ-টু ব্যবহার করে ফ্যামেলি ভিসার জন্য এখন থেকে আবেদন করা যাবে ঘরে বসে খুব সহজে।
যেসব দেশ থেকে ফ্যামেলি ভিসার জন্য আবেদন করা যাবে, সেসব দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। মিতরাশ টু তে ঢোকার পর ভিসা অপারেশন বিভাগে ফ্যামেলি ভিজিটি সিলেক্ট করার পর সেখানে নতুন আবেদন করা যাবে।
এর ফলে এখন থেকে পরিবারের সদস্যদেরকে কাতারে আনার জন্য আবেদন করতে পারবেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। তবে আবেদন করার পর প্রয়োজনীয় বিষয় বিবেচনা সাপেক্ষে তা অনুমোদন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।কাতারে বসবাসরত বিদেশিরা দীর্ঘদিন ধরে এই ফ্যামেলি ভিসা চালু হওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলেন৷ বিডি রাইট