অনলাইন ডেস্কঃ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সুস্বাদু আম উপহারের ধারাবাহিকতা বজায় রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার বেড়েছে পরিসর। শুধু প্রতিবেশী রাষ্ট্র ভারত নয়, বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন তিনি ফলের রাজা আম।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য শীর্ষ নেতাদের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আম উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কুয়েত।
আম কূটনীতির পেছনে সরকার কেবল কূটনৈতিক রীতিই নয়, বাংলাদেশের রসালো ফল-ফসলের রপ্তানির সম্ভাবনাও দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা খুব লাকি। এই বছর আমাদের আমটা খুব ভালো হয়েছে। আর হাঁড়িভাঙ্গা আম খুবই উন্নত মানের আম। কিন্তু এর পরিচিতি কম।
সূত্রঃ বিডি রাইট২৪