শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ “পৌষে পালা দিন, আলো ছায়া রঙিন” শীর্ষক সাহিত্য সভা কবি নন্দিত সাহিত্য সংগঠন “কবিতার মাটি বাংলাদেশ”এর আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ স্লুইসগেট শিশু পার্ক চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
পৌষ পার্বণ অনুষ্ঠানে দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিকদেরকে শীতের বিভিন্ন পিঠা পুলি ও পায়েশ আপ্যায়ন করে অনুষ্ঠানের সুচনা করেন আয়োজক কমিটি। কবি সাহিত্যিকদের আগমনে বীরগঞ্জ স্লুইসগেট শিশু পার্ক চত্বরে এক মিলন মেলায় পরিণত হয় ।
কবিতার মাটি বাংলাদেশ এর সভাপতি কবি তাইজুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, দেশ বরেণ্য কবি মাসুদ মোস্তাফিজ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কবি কালিপদ রায়।
সৈয়দপুর সান ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক নন্দিত ছড়াকার নুরুন নাহার সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন, কবি ও সংবাদকর্মী শেখ সাইদুল আলম সাজু, কবি ও ডাঃ নিখিল সারথী শর্মা, কবি টি.এইচ বকুল, কবি ও শিক্ষক মেহেনাজ পারভীন, কবি হাসান আলী, কবি ও শিক্ষক ক.ক আব্দুস সোবহান, কবি আব্দুল কুদ্দুস, কবি ও শিক্ষক চঞ্চল রায়, কবি মির্জা ইকবাল বেগ, কবি কার্তিক রায়, কবি ও শিক্ষক চম্পা রানী রায়, কবি ডি.এম মুজির, কবি মাহাবুব উল জুয়েল, কবি স্নিগ্ধা পারভীন, কবি মৃনাণ রায় শ্রীমণ, কবি মনজনা আক্তার, কবি মাহাবুব হাসান, কবি রাশেদা বেগম, কবি ফখরুল ইসলাম, ক কবি নকুল চন্দ্র রায়, কবি বেবী রানী রায়, কবি মহেশ সিংহ রায়, কবি তুষার ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, দিনাজপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ কেরামত হোসেন, বিশিষ্ট কবি, সাহিত্যিক লূৎফর রহমান, বিশিষ্ট কবি ও গবেষক মাহবুবা আখতার, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও গবেষক আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ছড়াকার মমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কবিতাগুলোর উপর বিশদ আলোচনা করেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক জুবায়ের আলী জুয়েল। তিনি বলেন, রস মাধুরী ছাড়া কবিতার সৃষ্টি হয় না। সাহিত্য চর্চায় সেই পরিবেশ তৈরী করে। সবকিছু নিয়েই কবিতা। শুধু কবিতার উপকরণগুলো আমাদের ধরতে হবে।
বিশিষ্ট সাহিত্যিক ,গবেষক, দেশ বরেণ্য কবি মাসুদ মোস্তাফিজ তিনি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, কবিতা ও সাহিত্য চর্চা বিবেক ও জ্ঞানকে শানিত করে। কবিতার মাটি বাংলাদেশ সংগঠন হলো কবি সাহিত্যিক এবং গবেষকদের উপরে উঠার একটি প্লাটফর্ম। পৌষ পার্বণ বাঙালী জাতির সংস্কৃতি। সেই বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে নিয়েই কবি সাহিত্যিকরা চর্চা করে যাচ্ছেন।
বাংলাদেশ বেতার কেন্দ্র ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র তালিকাভূক্ত নিয়মিত সংগীত শিল্পী মোঃ ওমর ফারুক ও স্থানীয় কবিয়াল বাবুল সরকারের সংগীত পরিবেশনে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে।