কঠোর লকডাউন; সোমবার থেকে মাঠে থাকছে সেনাবাহিনী

আইন-অপরাধ আবহাওয়া জাতীয় পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

ডেস্ক রিপোর্ট: ২৮ জুন থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

করোনা সংক্রমণ রোধকলপে আগামী সোমবার ২৮ জুন থেকে পরবর্তী নির্র্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

এ সময় জরুরি পরিসেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

তবে গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.