কঠোর লকডাউন বাড়তে পারে আরও ৭ দিন

আইন-অপরাধ আবহাওয়া করোনা আপডেট জাতীয় পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে কঠোর লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়তে পারে। কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এই সুপারিশ করেছে।

গত ১ জুলাই থেকে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবারের বিধিনিষেধ কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। আগামী ৭ জুলাই মধ্যরাতে চলমান লকডাউনের মেয়াদ শেষ হবে।

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা আজ রোববার রাতে আজকের পত্রিকাকে বলেন, আমরা চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানোর সুপারিশ করেছি। করোনার সংক্রমণ কমাতে বিজ্ঞানসম্মতভাবে কমপক্ষে ১৪ দিন লকডাউন রাখা উচিত। ১৪ দিনের কম লকডাউন পালন করে খুব একটা ফল পাওয়া যায় না।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানোর বিষয়ে তাঁরাও পরিকল্পনা করছেন। তবে প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত আসার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। ওই কর্মকর্তা আরও বলেন, লকডাউনের মেয়াদ বাড়ানো হলে আগামী মঙ্গল বা বুধবার প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো শিথিল করা হয়। তবে করোনা সংক্রমণ হঠাৎ বাড়তে শুরু করলে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.