কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকা পরিমান ক্ষতিসাধন

অর্থনীতি আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

আহসান হাবীব সুমন,কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের খিড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের নগদ টাকা ও মালামালসহ ৭ টি দোকানপুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ১২ লাখ নগদ টাকা ওদোকানের বিভিন্ন মালামালসহ প্রায় ১ টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ভোর রাতে দিপা সার ও কিটনাশক দোকানথেকে আগুনের সূত্রপাত হয়ে পর্যায়ক্রমে আগুনেরলেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যবসায়ীদের দোকান গুলিতে আগুন লেগে ৭ টি দোকানঘর পুড়ে যায় ।খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিলডিফেন্স ১ টি ইউনিট ও স্থানীয়রাসহ প্রায় ১ ঘন্ন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে ব্যবসায়ীদের থাকা নগদটাকা,দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায়কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলি হচ্ছে,সুলতান আহমেদের৪টি দোকান, দিপা সার ও কিটনাশক,সুলতান ভ্যারেইটিজ স্টোর,নুরজাহান ভ্যারেইটিজ স্টোর ওআবির এন্টার প্রাইজ এতে নগদ ১২ লাখ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকা। এছাড়াপাশ^বর্তি জিলানীর কম্পিউটার ও মোবাইল দোকানক্ষয়ক্ষতির পরিমান ২০ লাখ টাকা ও হানিফ তালুকদারের

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.