কচুয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় র‍্যাবের হাতে আটক-৩

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

র‍্যাব-১১ জানায়, স্পেশাল টহল ডিউটিকালীন সময়ে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস সংলগ্ন গৌরিপুর টু হাজীগঞ্জগামী পাকাসড়কের উপর কতিপয় চাঁদাবাজ বিভিন্ন পরিবহণ থেকে চাঁদাবাজি করার দায়ে আটক করা হয়।

তারা হলেন, কচুয়া উপজেলার আকানিয়া এলাকার মেহেদী হাসান তারেক (২৪), মোঃ শাহজালাল (২৪) ও পলাশপুর এলাকার জাহিদ হাসান ফরহাদ রবিন (২৩)।

তারা একটি কাভার্ড ভ্যান থেকে চাঁদা গ্রহনকালে দেখতে পেয়ে টহল পিকআপ থামিয়ে র‍্যাব সদস্যরা কাছে যেতেই তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব তাদের ধরতে সক্ষম হন।

ওই সময় তাদের কাছ থেকে ৩ টি চাঁদা আদায়ের রশিদ বই, আদায়কৃত চাঁদা ১২ হাজার ৪’শ ১০ টাকা, ৩ টি স্টিলের রড এবং ১ টি টর্চ লাইট উদ্ধার করে। তারা ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, কাভার্ড ভ্যান, ট্রাক) হতে চাঁদা আদায় করে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *