কচুয়ায় জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আমির হোসেনের উপর হামলা

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

কচুয়া(চাঁদপুর) প্রতি‌নি‌ধি
১৭ অক্টোবর অনুষ্ঠিত চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কচুয়ার গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে তার নিজ কার্যালয়ে এ হামলার ঘটনার ঘটে। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়- আমির হোসেন জেলা পরিষদ নির্বাচনে কচুয়া ওয়ার্ডের (৬নং ওয়ার্ডের) সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম খোকার প্রস্তাবকারী হওয়ার কারনে প্রতিহিংসা পরায়ন হয়ে একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী সালাউদ্দীন ভুইয়া তার ক’জন সঙ্গী সাথীদের নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করে এ হামলা চালায়। হামলা কারীরা চেয়ারম্যান আমির হোসেনের মাথায় দা দিয়ে কোপ মারার চেষ্টা করলে এসময় আমির হোসেন হাত দ্বারা দা এর কোপ প্রতিহত করে। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা ছুটে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে চলে যায়। ঘটনার পর পরই বিজয়ী প্রার্থী তৌহিদুল ইসলাম খোকার সমর্থকরা রহিমানগর বাজার এলাকায় প্রতিবাদ মিছিল বের করে দোষীদের শাস্তি দাবী করে। এদিকে একই দিন বিকালে পরাজিত প্রার্থী সালাউদ্দীন ভুইয়ার সমর্থকরাও একই বাজারে পাল্টা প্রতিবাদ মিছিল করে। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ বেধে যেতে পারে আশংকা করা হচ্ছে।

কচুয়া থানার ওসি মো: ইব্রাহিম খলিল জানান, চেয়ারম্যান আমির হোসেনের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.