কক্সবাজারে ছিনতাই মামলায় দুইজনের যাবজ্জীবন

আইন-অপরাধ চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজারে ছিনতাই মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার শহরের এবিসি ঘোনার আবুল কালামের ছেলে আবু ছিদ্দিক (৩৫) এবং কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের গাজীর ডেইলের মমতাজের ছেলে মনির আলম (২০)।

এছাড়াও কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের তেতৈয়ার ছৈয়দুল আমিনের ছেলে মো. সেলিম ওরফে পুতুকে (২০) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের সার্কিট হাউস সড়কে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও অপর আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদয়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ বছর দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদয়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.