ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া যে ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।

দিনটি উদযাপন উপলক্ষে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে দিনটিতে পালন করছে।

তারই ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

আরো উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, স্কুল কলেজে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.