এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হলেন এডভোকেট ফারুক হোসেন

আইন-অপরাধ আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন। তিনি আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনস্বার্থে ভূমিকার জন্য সহকর্মীদের মধ্যে সুনাম অর্জন করেছেন। আইন পেশার পাশাপাশি এডভোকেট ফারুক হোসেন তপাদার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।

তিনি সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়াকিং ক্লাবের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিয়োজিত আছেন। বাংলাদেশ ওয়াকিং ক্লাব সারা দেশে স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনধারার প্রচারে কাজ করে আসছে। এছাড়া তিনি নিজ উপজেলা ও আশপাশের এলাকায় শিক্ষা, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। এডভোকেট ফারুক তপাদারের এই নিয়োগে তার নিজ উপজেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলো তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *