এতিম শিশুদের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধনী

আরো বিনোদন রংপুর সারাদেশ
শেয়ার করুন...

রংপুর সংবাদদাতাঃ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে সমাজ কল্যান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, মানুষের জীবনের মানোন্নয়নে সরকার কাজ করছে। সমাজের অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত মানুষের কল্যানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহন এবং দরিদ্র এতিম শিশুদের আলোকিত জীবন গড়তে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। দরিদ্র পরিবারের এতিমদেরকে পিছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরকে কাজে লাগাতেই সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধীনে সরকার সরকারি শিশু পরিবার (বালক-বালিকা) প্রতিষ্ঠা করেছে।

শনিবার (২৮ মে) সকাল ১১ টায় রংপুর শহরের মডার্ন মোড়ে সরকারি শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠানের চত্ত্বরে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতিম শিশুদের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ওই বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথি আরও বলেন, জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে এতিম শিশুদের মানষিক, শারিরীক ও বুদ্ধি-বৃত্তির বিকাশ ঘটিয়ে সমাজের মুলস্রোতে সম্পৃক্ত করতে হবে। যাতে তারা সমাজ, রাষ্ট্র, সরকারকে সহায়তা করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত শত শত এতিম শিশুদের স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, তোমাদের কে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বড় সরকারি কর্মকর্তা হতে হবে। তোমাদের উচ্চ শিক্ষা গ্রহণে বর্তমান সরকার শিক্ষা উপকরণ, বৃত্তি, উপবৃত্তি, বিনাবেতনে লেখাপড়ার সুযোগ দিয়েছে। তোমাদের কে এই সুযোগ কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোতাল্লেব হোসেন প্রমুখ।

রংপুর বিভাগের ১১ টি শিশু পরিবারের শিক্ষার্থীরা দেশের গ্রাম বাংলার ঐতিহ্য ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো তারা শারীরিক ভাবে উপস্থাপনা করেন। এ সময় রংপুর বিভাগের ৮ জেলার সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষনসহ মুক্তিযুদ্ধের কাল্পনিক চিত্র তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.