রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীর গোয়ালন্দে এবার পদ্মায় ধরা পড়েছে বিশাল আকারের এক সিলভার কাপ মাছ। মাছটির ওজন ১৭ কেজি ৫শ গ্রাম। মাছটি বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা।
বুধবার (০৬ জুলাই) সকালে দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে আনিস হলদারের জালে এই মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য ৬ নং ফেরি ঘাটের দুলাল মন্ডলের মৎস্য আড়ৎতে নিয়ে আসলে সেখানে উন্মমুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চাঁদনী আরিফা মৎস্য আড়ৎতের সত্যাধিকারি মো. চাঁন্দু মোল্লা মাছটি ৭ শত টাকা কেজি দরে মোট ১২ হাজার ২শত ৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভির জমায়।
পরে মাছটি ৮ শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর নিটক বিক্রি করে দেন।
এ ব্যপারে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা. রেজাউল শরীফ বলেন, সিলভার কাপ মাছ সাধারণত পুকুরে বেশি চাষ হয়ে থাকে পদ্মায় খুব একটা দেখা মেলে না। এবার বর্ষাতে বিভিন্ন এলাকার পুকুর ভেসে যাওয়াতে এই মাছ গুলো পদ্মাা নদীতে চলে আসছে, সে কারণে পদ্মায় জেলেদের জালে ধরা পড়ছে। এত বড় সিলভার কাপ মাছ আগে কখনো পদ্মায় ধরা পড়েনি। এ বড় মাছ খেতে খুবই সুস্বাদু।