উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে বুলবুলি(৫৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এসময় তার ৩ নাতি-নাতনি মারাত্মক আহত হয়েছে। আহত ৩ শিশুকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার ২৬ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম দড়িচর গ্রামে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই গ্রামের আজাদ আলীর স্ত্রী বুলবুলি বেগম(৫৮), নাতনি এসমোতারা (১৩), ইতি(১১) ও নাতি মুমিন হোসেন(৫) কে নিয়ে বাড়ির পাশ্ববর্তি ডোবা থেকে পাটখড়ি আনতে ছিল । পরে এলাকার লোকজন তাদের উদ্ধার
সময় হঠাৎ বজ্রপাত হলে ৪ জনেই গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলি বেগমকে মৃত ঘোষনা করেন। শিশু তিনজন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। শিশু তিনজন বুলবুলি বেগমের পূত্র এরশাদুল হকের পূত্র ও কন্যা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার বলেন, বুলবুলি বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। শিশু তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।