উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার গোপালের ছড়া এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে ওই এলাকায় মাদক সম্রাট নামে খ্যাত রফিকুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ l
জানা গেছে, ওই এলাকার জহুর আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮)
দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছিলো l
তাকে ধরতে পুলিশ গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযানে নামে l
এসময় উলিপুর থানার জনৈক পুলিশ কনস্টেবল সাদা পোশাকে ক্রেতা সেজে তার বাড়িতে যায় l
পরিকল্পনা মতো ওই কনস্টেবল রফিকুলের হাতে টাকা দিয়ে
ইয়াবা আনতে বলে l
রফিকুল রীতিমতো ইয়াবা নিয়ে এসে ওই কনস্টেবলের হাতে দেয়ার সঙ্গে সঙ্গে কনস্টেবল পুলিশ পরিচয় দিয়ে তাকে ধরে ফেলে l
এসময় রফিকুল চিৎকার দিলে বাড়ির নারী ও পুরুষ মিলে লাঠিসোটা দিয়ে পুলিশ কনস্টেবল এর উপর হামলা চালিয়ে রফিকুলকে ছিনিয়ে নেয় l
ঘটনার সময় অদূরে থাকা আবু তাহের এসেও ওই কনস্টেবল কে মারপিট করে বলে প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে l
ইতিমধ্যে ঘটনাস্থলে থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে আসে l আবু তাহের রফিকুলের নিকট আত্মীয় ও ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র বলে জানা গেছে l
আর রফিকুল সুযোগ বুঝে দ্রুত ঘটস্থল থেকে পালিয়ে যায় l প্রত্যক্ষ দর্শীদের বর্ণনা অনুযায়ী
এরপরে পুলিশ সাদা পোশাকে দূর থেকে রফিকুলের গতিবিধি লক্ষ্য রাখতে থাকে l এ ঘটনার
ঘন্টা খানেক পরে রফিকুল বাড়ি ফিরে আসলে তথ্যানুযায়ী উলিপুর থানা পুলিশের সদস্যরা দ্বিতীয় দফায় রফিকুলের বাড়ি ঘিরে ফেলে এবং রফিকুলকে আটক করতে সক্ষম হয় l
এসময় রফিকুলের বাড়ি হতে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ l
এদিকে, আহত ওই কনেস্টবল উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে l যার রেজি: নম্বর : ১১৯২/২৭৬/২০ l
এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে l