উলিপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আইন-অপরাধ আরো রংপুর সারাদেশ
শেয়ার করুন...

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার গোপালের ছড়া এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে ওই এলাকায় মাদক সম্রাট নামে খ্যাত রফিকুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ l
জানা গেছে, ওই এলাকার জহুর আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮)
দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছিলো l
তাকে ধরতে পুলিশ গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযানে নামে l
এসময় উলিপুর থানার জনৈক পুলিশ কনস্টেবল সাদা পোশাকে ক্রেতা সেজে তার বাড়িতে যায় l
পরিকল্পনা মতো ওই কনস্টেবল রফিকুলের হাতে টাকা দিয়ে
ইয়াবা আনতে বলে l
রফিকুল রীতিমতো ইয়াবা নিয়ে এসে ওই কনস্টেবলের হাতে দেয়ার সঙ্গে সঙ্গে কনস্টেবল পুলিশ পরিচয় দিয়ে তাকে ধরে ফেলে l
এসময় রফিকুল চিৎকার দিলে বাড়ির নারী ও পুরুষ মিলে লাঠিসোটা দিয়ে পুলিশ কনস্টেবল এর উপর হামলা চালিয়ে রফিকুলকে ছিনিয়ে নেয় l
ঘটনার সময় অদূরে থাকা আবু তাহের এসেও ওই কনস্টেবল কে মারপিট করে বলে প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে l
ইতিমধ্যে ঘটনাস্থলে থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে আসে l আবু তাহের রফিকুলের নিকট আত্মীয় ও ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র বলে জানা গেছে l
আর রফিকুল সুযোগ বুঝে দ্রুত ঘটস্থল থেকে পালিয়ে যায় l প্রত্যক্ষ দর্শীদের বর্ণনা অনুযায়ী
এরপরে পুলিশ সাদা পোশাকে দূর থেকে রফিকুলের গতিবিধি লক্ষ্য রাখতে থাকে l এ ঘটনার
ঘন্টা খানেক পরে রফিকুল বাড়ি ফিরে আসলে তথ্যানুযায়ী উলিপুর থানা পুলিশের সদস্যরা দ্বিতীয় দফায় রফিকুলের বাড়ি ঘিরে ফেলে এবং রফিকুলকে আটক করতে সক্ষম হয় l
এসময় রফিকুলের বাড়ি হতে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ l
এদিকে, আহত ওই কনেস্টবল উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে l যার রেজি: নম্বর : ১১৯২/২৭৬/২০ l
এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে l


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.