উপ-মহাদেশের প্রথম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ীতে পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আন্তরজাতীক আন্তর্জাতিক কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ প্রবাস সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রাচীনতম নবাব বাড়ী, উপ মহাদেশের প্রথম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ীতে পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁওয়ে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে নবাব ফয়জুন্নেছার ঐতিহাসিক নবাব বাড়িটি পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূতকে বরণ করেন স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দ । এরপর নবাব ফয়জুন্নেছার অবদান ও কর্মকাণ্ডের নিদর্শন স্বরূপ বাড়িটি ঘুরে দেখেন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও তার সফর সঙ্গিরা৷

রাষ্ট্রদূতের পরিদর্শন কালে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম, ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং নবাব পরিবারের উত্তরাধিকার ফজলে রহমান চৌধুরী ( আয়াজ), মাসুদুল হক চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য বৃক্তিরা।

উল্লেখ্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রদূত লাকসাম সফর করেন৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.