সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লা লাকসাম সাবেক উপজেলা চেয়ারম্যন এডভোকেট ইউনুস ভূইয়া উপজেলা পরিষদের সরকারি গাড়ি নিজের ব্যক্তিগত কাজে সারাক্ষণ ব্যবহার করার পরেও, সরকারি তহবিল থেকে গাড়ি মেরামত, জ্বালানি সহ অন্যান্য সুবিধা গ্রহণ করেছে৷ এতে করে গত ৪ বছরে গাড়ি মেরামত বাবদ সরকারি রাজস্ব খাত থেকে প্রায় ১২ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে গেছে৷
জানাযায় তিনি কুমিল্লা আদালতে আইনজীবী হিসেবে কর্মরত থাকা অবস্থায় লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন৷ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত গাড়িটি ব্যক্তিগত ও রাজনৈতিক এবং লাকসাম থেকে কুমিল্লা কর্মস্থলে আসা যাওয়ার কাজে ব্যবহার করেছিলেন৷
উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে গত ৪ বছরে লাকসাম উপজেলা পরিষদের ব্যবহৃত জিপ গাড়ি মেরামত খাতে প্রায় ১২ লাখ টাকা খরচ করা হয়েছে। যা সরকার নির্ধারিত ব্যয়ের মাত্রা ছাড়িয়েছে বহুগুণ।
স্থানীয় সরকার বিভাগের ২৪/৪/২০০৫ তারিখের স্হাসবি/উপ-১/গাড়ি/ (২)-২/৯৯/৯৩ (৪৭২) নং স্বারক অনুসরণ পূর্বক উপজেলা পরিষদ যানবাহন রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য রাজস্ব তহবিল হতে বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ব্যয় করা যাবে মর্মে নির্দেশ রয়েছে। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখের ২৬৪ নং স্বারকে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা ২০২০ জারির মাধ্যমে ৩০ হাজার থেকে বাড়িয়ে জিপ গাড়ি মেরামত খাতে ব্যয় ১ লাখে উন্নীত করলেও লাকসাম উপজেলা পরিষদ ওই নির্দেশের কয়েকগুণ বেশি খরচ করেছে।
গত চার বছরে লাকসাম উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলা পরিষদের জিপ গাড়ি মেরামত খাতে ১১ লাখ ৯৪ হাজার ৯ শত ৫০ টাকা উত্তোলন করা হয়েছে।
উপজেলা পরিষদ সূত্র থেকে জানিয়েছে, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে বিগত সময়ে মহা লুটপাট হয়েছে। জিপ গাড়ি মেরামত, জ্বালানি ব্যয়, চেয়ারম্যানদ্বয়ের ভ্রমণ ভাতা, উন্নয়ন সমন্বয় কমিটির সম্মানি ভাতা, দরপত্র মূল্যায়ন কমিটির সম্মানি ভাতা, আসবাবপত্র মেরামত, আসবাবপত্র ক্রয় সহ বিভিন্ন খাতে এই মহা লুটপাট হয়েছে বলে কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়।
শুধু মাত্র লাকসাম উপজেলা পরিষদের জিপ গাড়ি মেরামত খাতে এপ্রিল ২০২০ ইং মাসে ৫০ হাজার টাকা, জানুয়ারি ২০২১ ইং মাসে ৪ লাখ ৩২ হাজার ৯ শত ৫০ টাকা, ফেব্রুয়ারি ২০২১ ইং মাসে জিপি গাড়ির ডেন্টিং পেন্টিং খাতে ৭০ হাজার টাকা, জুন ২০২১ ইং মাসে মেরামত খাতে ৩০ হাজার টাকা, সেপ্টেম্বর ২০২১ ইং মাসে ৬৪ হাজার টাকা, ফেব্রুয়ারি ২০২২ ইং মাসে ২৩ হাজার টাকা, অক্টোবর ২০২২ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, মার্চ ২০২৩ ইং মাসে ৩৪ হাজার ১শত টাকা, জুন ২০২৩ ইং মাসে ৩১ হাজার ৮ শত টাকা, সেপ্টেম্বর ২০২৩ ইং মাসে ৫৫ হাজার টাকা, নভেম্বর ২০২৩ ইং মাসে ৪৫ হাজার টাকা, মার্চ ২০২৪ ইং মাসে ৩ লাখ টাকা এবং সেপ্টেম্বর ২০২৪ ইং মাসে ২৫ হাজার টাকা জিপ গাড়ি মেরামত খাতে খরচের টাকা উত্তোলন হয়েছে।
বিশাল অংকের এই উত্তোলন সরকারি নির্দেশের পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।