লাকসামে উপকরণ বিতরণ করলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলম

আরো কুমিল্লা কৃষি চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লা আঞ্চলিক প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি গ্রাম প্রদর্শনী উপকরণ বিতরণ ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে লাকসাম উপজেলায়। এ উপলক্ষে কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা) মোঃ খোরশেদ আলম এবং কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণকৃত উপকারভোগী কৃষকদের মাঠ পরিদর্শন করেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় শতাধিক কৃষকের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, সঠিক মাত্রায় সার ব্যবহার এবং টপ সয়েল কর্তনের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে দলগতভাবে কাজ করতে হবে। পাশাপাশি আধুনিক জাত ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি, মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ এবং উচ্চমূল্যের ফসল আবাদে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, কৃষকদের পাশে থেকে নতুন প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি বিভাগ সবসময় প্রস্তুত। নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে কৃষিকে লাভজনক খাতে রূপান্তর করা গেলে দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, কৃষিজমি নষ্ট করা যাবে না। টপ সয়েল কর্তন, বালু ভরাট করে ভূমির শ্রেণি পরিবর্তন এবং সারের মূল্য অযৌক্তিকভাবে বাড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরে কুমিল্লা আঞ্চলিক প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফসলের মধ্যে ঘেরের পাড়ে তরমুজ চাষের মাঠ পরিদর্শন করেন কর্মকর্তারা। বিভিন্ন প্রকল্পের সরিষা ক্ষেত ও মাচায় সবজি চাষ দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।
এ সময় কৃষি প্রযুক্তি গ্রামের ১৫টি বাড়ির ১৫ জন কৃষকের মাঝে সবজি ও মসলার বীজ, ফল ও ঔষধি গাছের চারা, রাসায়নিক সার, ফেরোমন ও ইয়েলো ট্রাপ, কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট সার প্রদর্শনীর টিনের শিট, সিমেন্টের খুঁটি, রিং স্লাবসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *