মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার ১২তম দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (২০ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. নেছার উদ্দিননে সভাপতি, এনামূল হক বাবুকে সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহসহভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস; সহসভাপতি মো. হাফিজুর রহমান, গোলাম হায়দার চৌধুরী, জান্নাতুল ফেরদৌসী; যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া; নাট্য সম্পাদক মো. মেহেদি হাসান শাওন; সংগীত সম্পাদক মো. শাকিল আহম্মেদ; কোষাধ্যক্ষ মো. খোকন মোল্লা; প্রচার সম্পাদক শাহ্ মুহাম্মদ শাফি উদ্দিন; এছাড়াও সদস্য পদে রয়েছেন সমেদ্র মিত্র, বিজয় শংকর বিশ্বাস, মুয়াফী মুত্বী খান বুশরা, ওয়াফি ইতি, মো. নাসির উদ্দিন ও মো. রেজাউল করিম সজন প্রমুখ।