উচ্চ আদালতের জট কমাতে গ্রাম আদালত সক্রিয় করা জরুরী – জেলা প্রশাসক, কক্সবাজার

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

‘উচ্চ আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতকে সক্রিয় করে তোলার বিকল্প নেই। গ্রামীন জনগোষ্ঠীর ছোটখাট বিবাদ ও বিরোধ যেন স্থানীয়ভাবে গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করা যায় সেই লক্ষ্যে কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতগুলোকে সক্রিয় করে তুলতে হবে।’

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) বিয়াম ফাউন্ডেশন, কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ৪ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের’ আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসক বলেন, স্বল্প সময়ে ও অল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিতে গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম। এই আদালতকে সঠিকভাবে কার্যকর করতে হলে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা অর্জন অপরিহার্য।” একইসাথে তিনি জনবান্ধব ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কক্সবাজার জেলার স্থানীয় সরকারের উপপরিচালক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প কক্সবাজার জেলার জেলা ব্যবস্থাপক সৈয়দ মোহন উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন, কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. লুৎফুর রহমান, জেলা রিসোর্স টিমের সদস্য কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প বাস্তবায়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশান (ইপসা) এর উপ পরিচালক এবং রোহিঙ্গা কর্মসূচির প্রধান মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প। প্রকল্পের অধীনে কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগন ৪দিন ব্যপি উক্ত প্রশিক্ষনে অংশগ্রহন করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.