অনলাইন ডেস্কঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজাপালং ইউনিয়নের চারটি ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দিনের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটি মিনিট থেকে তা কার্যকর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উখিয়া উপজেলা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৩ মে থেকে কার্যকর কঠোর বিধি-নিষেধ নিয়ন্ত্রণের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি রেডজোন ঘোষিত এলাকায় সরকার আরোপিত বিধি-নিষেধগুলো কঠিনভাবে কার্যকর করা হচ্ছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। প্রশাসন এবং সংশ্লিষ্টরা বর্তমানে মাঠে তৎপর আছে।’
উখিয়া উপজেলা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২ জুন দিনের শুরু অর্থাৎ প্রথম প্রহর রাত ১২ টা এক মিনিট থেকে আগামী ৬ জুন রাত ১২টা পর্যন্ত উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড রেডজোনের আওতায় থাকবে। এ চারটি ওয়ার্ডের আওতাধীন এলাকা বা পাড়া-মহল্লাগুলো হলো- বৃহত্তর কুতুংপালং, পাতাবাড়ি, দিঘিলিয়া, সিকদারবিল, খিলাতলী, টেকপাড়া, পুকুরিয়া, হাজীপাড়া ও ফলিয়াপাড়া। রেডজোনে কঠোর লকডাউনও কার্যকর থাকবে। সবধরনের গণজমায়েত নিষিদ্ধ করে রেডজোন ঘোষিত এলাকায় বসবাসকারী লোকজনকে নিজ নিজ ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। টমটম (ইজিবাইক), সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহন ও গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।