
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
ই স্পোর্টসে অংশ নিতে মালয়েশিয়ায় এক মাসের সফরে গেছেন বগুড়ার শেরপুরের শিক্ষার্থী এস এম শুভ আহমেদ। গত ১ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে শুরু হওয়া এই ই স্পোর্টস চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে শুভ ছাড়াও সুযোগ পেয়েছেন দেশের আরও চার যুবক।
এসএম শুভ আহমেদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন নিয়মিত ছাত্র। সে শেরপুর শহরের টাউনকলোনী নিবাসী শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের প্রধান অফিস সহকারি মো. শহিদুল ইসলামের একমাত্র ছেলে।
তিনি জানান, শুভ একজন ই স্পোর্টস প্লেয়ার। সে যে গেম গেলে তার নাম ওনার অব কিংস। শুভ ও তার টিম ওনার অব কিংস মেজর ইষ্ট লীগ ফল ২৫ এ কোয়ালিফাই করে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।