ইসহাকের এক কাতলের দাম ২৮ হাজার ছাড়িয়ে

আবহাওয়া আরো ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
পদ্মায় জেলেদের জালে ধরা এক কাতল মাছ বিক্রি হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়র দৌলতদিয়া ফেরি ঘাটে ২৮ হাজার তিনশ ৫০ টাকায়। কাতল মাছটির ওজন ছিল ২১ কেজি।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে ইসহাক সরদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ইসহাক সরদার বলেন, দীর্ঘদিন নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় খুব অসুবিধায় ছিলাম।নিষেধাজ্ঞা শিথিলের পরে প্রতিদিনের মতো আজ ভোরে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। কয়েকদিন হলো নদীতে জাল ফেললেই মাছ উঠছে। বেশি মিলছে পাঙাশ মাছ। ভোর ৬ টার দিকে জাল তুলতেই বিশাল এই মাছটি ভেসে ওঠে। পাঙাশের মধ্যে আজ বড় একটা কাতল মাছ পেয়েছি। পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া বাজারে অবস্থিত আনোয়ার খার মৎস্য আড়তে নিয়ে গেলে ৫নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৩শ ৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৩শ ৫০ টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, আজ সকাল ৮ টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত আনোয়ার খার মৎস্য আড়তে মাছটি তোলা হয়। ২১ কেজি ওজনের কাতল মাছটি ২৮ হাজার ৩শ ৫০ টাকায় কিনে নেন তিনি। মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। প্রতি কেজিতে ৫০ থেকে ১শ টাকা বেশি পেলে বিক্রি করবেন বলে জানান তিনি।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.