ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে চূড়ান্ত ভর্তি শেষেও ফাঁকা ২০৯ আসন

আরো খুলনা পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে তিনটি (এ, বি ও সি) ইউনিটের মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। ভর্তি শেষে এখনো আসন ফাঁকা রয়েছে ২০৯টি। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ২৭-২৯ আগস্ট তিন দিন স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরবর্তী মেরিট প্রকাশের বিষয়টি গুচ্ছের ভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থী ভর্তি নেবো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.