
সেলিম চৌধুরী হীরাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লাকসামে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি বিকেলে লাকসাম স্টেডিয়াম মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ, কে, এম, সরওয়ার উদ্দিন সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই। বাংলাদেশকে সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত করে যোগ্যতা অনুযায়ী মানুষের হাতে কাজ তুলে দিতে চাই।
কুমিল্লা ৯ ও ১০ আসনের ২ জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে তিনি বলেন এই দুইজন প্রার্থী আপনাদের কাছে দিলাম। তাদেরকে নির্বাচিত করে পাঠানোর আহ্বান জানান তিনি। লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমীর।
ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল ও পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ বিল্লাল হোসেন মালেকী। বক্তব্য রাখেন, মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা ১০ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নেতা এডভোকেট মোঃ শাহজাহান, অধ্যাপক আবুল হোসাইন, এডভোকেট বদিউল আলম সুজন, সাবেক সচিব এ,এফ, এম, সোলাইমান চৌধুরী, অধ্যাপক রেজাউল করিম, ড. দেলোয়ার হোসেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুল হক আমিনী, কেন্দ্রীয় জামায়াত নেতা হাবিবুর রহমান সোহাগ, কেন্দ্রীয় শিবির নেতা নোমান হোসেন নয়ন, মুফতি মাহবুবুর রহমান, ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, নাংগলকোট উপজেলা জামায়াতের আমীর জামাল উদ্দিন, এনসিপি নেতা ব্যারিষ্টার মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ডাক্তার আবদুল মবিন, সাইফুল ইসলাম, এনসিপি নেতা ইন্জিনিয়ার আসলাম ভুঁইয়া, দেওয়ান মাহবুবে সোবহানী খোকন, এডভোকেট আব্দুল বাতেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, খেলাফত মজলিসের লাকসাম উপজেলা সেক্রেটারি আনোয়ার জাহিদ, শ্যামপুর থানা আমীর আব্দুর রব ফারুকী, সিআইপি জসিম উদ্দিন, এনসিপি মনোহরগঞ্জ উপজেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান, নাংগলকোট উপজেলা জামায়াতের আমীর মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
