ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে রকেট হামলা, ১ নাবিক নিহত

অর্থনীতি জাতীয় পরিবেশ প্রবাস
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন।
বুধবার রাতে জাহাজে হামলার ঘটনাটি ঘটে।
হামলার সত্যতা নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ৯টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে ক্ষেপণাস্ত্র হামলায় নাবিক নিহত হন।
তিনি জানান, বল ক্লে লোড করার জন্য জাহাজটি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনীয় বন্দর অলভিয়ার বর্হিনোঙরে পৌঁছায়।
পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম সুলতানা লায়লা হোসেন টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একজন নিহত হয়েছেন। তবে, বাকিরা নিরাপদে আছেন।’
এ ছাড়া নাবিকদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নৌ পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে বলতে পারবে। এ ব্যাপারে কোনো নির্দেশনা পেলে আমি সেটা বাস্তবায়ন করব।’
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরু হলে জাহাজের মালিকানাধীন কোম্পানি বিএসসি কার্গো লোড প্ল্যান বাতিল করে এবং জাহাজের মাস্টারকে বন্দরে বার্থ না করে আন্তর্জাতিক জলসীমায় স্থানান্তরের নির্দেশ দেয়।
তবে, বন্দরের ছাড়পত্র পেতে বিলম্বের কারণে জাহাজটি বন্দর থেকে ছেড়ে যেতে ব্যর্থ হয় এবং রাশিয়ান আক্রমণের পর বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেটি আটকে পড়ে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.