অনলাইন ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলায় ৭০টির বেশি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি বিমানঘাঁটি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এমনটি দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র ইগোর কনাশেনকভ বলেন, ‘রাশিয়ান সশস্ত্র বাহিনীর হামলায় ইউক্রেনের ৭৪টি সামরিক স্থল স্থাপনা ধ্বংস করা হয়েছে। এরমধ্যে ১১টি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক হেলিকপ্টার ও চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজধানী কিয়েভ। বিবিসি, রয়টার্স, এনডিটিভি, এএফপি।