আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীদের শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বিশ্বনন্দিত ইসলামি বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০১০ সালের ২১ মার্চ করা মামলার বাদী বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নজীবুল বশর মাইজভান্ডারি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী এবং চাঁদপুরিশাহ দরবারের কুশিলব ও খুনি চুঙ্গা তাজুর দোসর মঞ্জুর আলম পারভেজসহ তাদের দোসরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে বাইপাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ও বিক্ষোভ সমাবেশে লাকসাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উল্লেখ করেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশের একজন বিশ্ব বিখ্যাত, জননন্দিত আলেম ছিলেন। যাকে সারা বিশ্বের মানুষ সম্মান করতো। কিন্তু ভন্ডপীর রেজাউল হক চাঁদপুরী ও নজীবুল বশর মাইজভান্ডারি ও তাদের দোসররা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০১০ সালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফ্যাসিষ্ট আওয়ামী সরকার মাওলানা সাঈদীকে গ্রেফতার করে। সর্বশেষ মাওলানা সাঈদীকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
ডঃ আরো উল্লেখ করেন, মামলার বাদী ও তাদের দোসররা ভন্ড পীর, ধর্ম ব্যবসায়ী, দেশ-জাতি ও ইসলামের দুশমন। অতি শীঘ্রই নজীবুল বশর মাইজভান্ডারি, রেজাউল হক চাঁদপুরী, মঞ্জুর আলম পারভেজসহ তাদের দোসরদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো বৃহৎ কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা আবু হানিফ সোহেল, মাওলানা ফরিদুল হক, মাওলানা সোলেমান সরোয়ার, মাওলানা মহিউদ্দিন, মাওলানা দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী এটিএম শওকত হোসেন বিপ্লব, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম মাসুম, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক আবু বকর জাহিদ, সদস্য সচিব হুমায়ুন কবির জামান, মহিন উদ্দিন প্রমুখ।
এ সময় লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডঃ মাওলানা আব্দুল হান্নান, প্রধান মুহাদ্দিস মাওলানা আবদুল হালিম, ছিলইন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আবুল কালাম আজাদসহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.