অনলাইন ডেস্কঃ যুদ্ধ থামাতে সোমবার বেলারুশ সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্য শুরু হওয়া আলোচনা শেষ হয়েছে। বৈঠক শেষে পরামর্শের জন্য উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
মিখাইল পোডোলিয়াক বলেন, ‘ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধি দল প্রথম দফা আলোচনায় বসেছে। তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধাবস্থা থামানো নিয়ে আলোচনা করা। উভয় পক্ষ পরামর্শের জন্য তাদের রাজধানীতে ফিরছে। আরেক দফা আলোচনার কথা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।’
রয়টার্স জানিয়েছে, আলোচনায় ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রুশ আলোচক ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তাতে উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা সম্ভব হবে।
ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কি অবশ্য আগেই বলেছেন, আলোচনায় বসলেও তার দেশ এ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করছে না।