পাঙ্গাসিয়া ইউনিয়নের নতুন ভোটার হালনাগাতে চারিত্রিক সনদের সংকট

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ-
আমতলী উপজেলার আর পাঙ্গাসিয়া ইউনিয়নের আজ ভোটার হালনাগার চলছে কিন্তু চারিত্রিক সনদের সংকটের কারণে অনেকেই ভোটার করতে ব্যর্থ হচ্ছেন, অবশেষে চারিত্রিক সনদ ফটোকপির মাধ্যমে নতুন ভোটার হালনাগাদ করতে হচ্ছে।।

এ বিষয়ে নতুন ভোটারদের কাছে জানতে চাইলে তারা জানান আমরা সকাল থেকে ভোটার করানোর জন্য এসে বসে আছি চারিত্রিক সনদ না পাওয়ায় আমরা ভোটার হালনাগাদ করতে পারতেছিলাম না। তাই আমরা চারিত্রিক সনদ ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করতেছি।

তথ্য সংগ্রহকারী, জনাব জাহাঙ্গীর আলম জানান অনেক নতুন ভোটাররাই তাদের মুল চারিত্রিক সনদ দিতে পারে নাই, কেন দিতে পারে নাই সেটা আমার জানা নেই কিন্তু অধিকাংশ ভোটারের-ই চারিত্রিক সনদের ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করতে হয়েছে ।

আর পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলি পারভিন (মালা) বলেন চারিত্রিক সনদ ফটোকপির মাধ্যমে ভোটার হালনাগাদ করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক আমি উপস্থিত না থেকেও চৌকিদার এবং মেম্বারদের কাছে চারিত্রিক বা নাগরিক সনদপত্র স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.